মনা যশোর প্রতিনিধিঃ
গত ইং ০৩/০৫/২০২৫খ্রিঃ বাদী মোঃ ফজর আলী(৫৬), মনিরামপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, গত ইং ১১/০৪/২০২৫খ্রিঃ সকাল অনুমান ০৮.২০ ঘটিকায় বাদীর হোয়াটসঅ্যাপ নাম্বারে তার মালয়েশিয়া প্রবাসী ভাই জিয়াউরের নাম্বার থেকে কল দিয়ে বলে তার ভাই সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে আশঙ্কাজন অবস্থায় বর্তমানে সেখানকার একটি হাসপাতালে ভর্তি আছে এবং তাকে উন্নতর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তখন বাদী তার পরিচয় জানতে চাইলে, সে বলে প্রবাসে বাদীর ভাই আর সে একই কোম্পানিতে কাজ করে। এমতাবস্থায় বাদী বিষয়টি তার ভাইয়ের স্ত্রী শাকিলা বেগম(৪৪), কে জনায় এবং বাদী উক্ত নম্বরে কল দিয়ে তার ভাইয়ের সাথে কথা বলতে চাইলে আসামিরা জানায় তার ভাইয়ের অবস্থা ভালো না, সে বর্তমানে আইসিইউতে ভর্তি আছে। এরপর বাদী ডিজিটালি মানি ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট ১০,৭৬,৯২০/-(দশ লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত বিশ) টাকা তাদের নিকট পাঠিয়ে দেয়। পরবর্তীতে গত ইং ১২/০৪/২০২৫খ্রিঃ রাত অনুমান ১০.০০ ঘটিকায় বাদীর ভাই জিয়াউর তার স্ত্রীর নাম্বারে কল করে, তখন বাদী তার অসুস্থতার কথা জিজ্ঞাসা করলে সে সুস্থ আছে মর্মে জানাই এবং গত দুই দিন কোম্পানির কাজের চাপে বাড়িতে কথা বলতে সময় পায়নি বলে জানায়। সে আরো জানায় এই দুই দিন কে বা কারা তার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হ্যাক করেছিল। তখন বাদী তাকে তার অসুস্থতা এবং চিকিৎসাবাবদ টাকা পাঠানোর কথা জানালে জিয়াউর বলে তার এমন কোন ঘটনা হয়নি। তখন বাদী সহ পরিবারের অন্যান্য সদস্যরা বুঝতে পারে তারা কোন প্রতারক চক্রের খপ্পরে পড়েছে। বাদীর এমন এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরকে নির্দেশনা প্রদান করলে এসআই(নিঃ)/ দেবব্রত এর নেতৃত্বে একটি টিম ইং ০৩/০৫/২০২৫খ্রিঃ বিকাল ১৬.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া ধানাধীন আসামি মোঃ আফজাল হোসেন(৪২)কে তার নিজ বসত বাড়ি হতে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ০৮ (আট)টি মোবাইল, প্রতরণার কাজে ব্যবহৃত ৪০(চল্লিশ)টি সিম কার্ড ও আত্মসাৎকৃত নগদ ১,২১,৫০০/-(এক লক্ষ একুশ হাজার পাঁচশত টাকা) উদ্ধার পূর্বক জব্দ করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত ৪০টি সিম কার্ডের মধ্যে বাদীর নিকট হতে অর্থ গ্রহণকৃত ২৫টি সিম কার্ডের মিল পাওয়া যায়। এসংক্রান্তে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামির নাম ও ঠিকানাঃ মোঃ আফজাল হোসেন, পিতা-মৃত নূর মোহাম্মদ সরদার, সাং- মির্জাপুর, থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরা। উদ্ধারঃ ১। ০৮টি মোবাইল, ২। ৪০টি সিম কার্ড, ৩। নগদ ১,২১,৫০০/-টাকা(আত্মসাৎকৃত)।