মনা যশোর প্রতিনিধিঃ
গত ইং ৩০/০৪/২০২৫খ্রিঃ যশোর কোতয়ালী মডেল থানাধীন ধর্মতলা এলাকায় ট্রাফিক পুলিশের মোবাইল ডিউটির অংশ হিসাবে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দুই পুলিশ সদস্য টিএসআই কবিরুল এবং কনস্টেবল শরিফুল ইসলাম সকাল থেকে ডিউটি করছিল।
ডিউটি করাকালীন সময়ে অনুমান সাড়ে ১১টা থেকে বেলা ১২টার দিকে স্থানীয় কয়েকজন লোক তাদের কাছে এসে জানায় যে পাশেই অবস্থিত রেল ক্রসিংয়ে দায়িত্বরত লাইন ম্যান খুবই অসুস্থ। তখন তারা উক্ত স্থানে গিয়ে দেখতে পান দায়িত্বরত লাইন ম্যান খুবই অসুস্থ এবং জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে ও লোকটি কাঁপছে।
এমতাবস্থায় পুলিশ সদস্যদ্বয় লোকটিকে দ্রুত চিকিৎসার জন্য একটি রিক্সা ভাড়া করে হাসপাতালে পাঠিয়ে দেন।
কিন্তু পুলিশ সদস্যদ্বয় তখনই লোক মুখে জানতে পারে ট্রেন এখনই আসবে। তখন কোন উপায় না পেয়ে কনস্টেবল শরিফুল পোস্টে থাকা লাইনটি দ্রুত নামিয়ে দেয় এবং যাত্রীবাহী ট্রেনটি নিরাপদে উক্ত স্থান ত্যাগ করে।
এই ঘটনাটি প্রত্যক্ষ একজন ব্যক্তি সোস্যাল মিডিয়াতে শেয়ার করলে নেটিজেনরা দুই পুলিশ সদস্যকে প্রশংসা করে মন্তব্য করতে থাকেন।
সোস্যাল মিডিয়াতে এমন একটি নিউজ দেখতে পান জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।
পরবর্তীতে উক্ত ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দুই পুলিশ সদস্যকে অদ্য ১২/০৫/২০২৫খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে পুরস্কৃত করেন পুলিশ সুপার যশোর মহোদয়।
পুলিশ সুপার মহোদয় বলেন নিশ্চয়ই এমন একটি ভালো কাজ প্রশংসার দাবিদার এবং এটি পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তাদের এই তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী ট্রেনটি। এই পুরস্কার তাদের প্রাপ্য।