মনা যশোর প্রতিনিধিঃ
বাদী মোঃ শরিফুল ইসলাম (৪০), পিতা- মোঃ আব্দুর রউফ সরদার, সাং-ভালুকা চাঁদপুর, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-শার্শা (বাজার), থানা-শার্শা, জেলা-যশোর এজাহার দায়ের করেন, তিনি ট্রেক্স বক্স কোম্পানী, ঢাকা এর ম্যানেজার হিসাবে যশোরে দায়িত্বে আছে। ইং ৩০/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় আসামীরা পরষ্পর যোগসাজসে পরিকল্পিতভাবে শার্শা থানাধীন হরিনাপোতা সাকিনস্থ সোনামুখি প্রাথমিক বিদ্যায়ের মাঠ থেকে একটি প্লাস্টিকের ড্রামে ভর্তি অবস্থায় অনুমান ৯০ লিটার গ্রিন অয়েল (বিটুমিন মিক্সার), যাহার মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা একটি ট্রলি যোগে চুরি করে নিয়ে গেছে।
এসআই(নিঃ)/এসএম কামরুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আবুল কাশেম সঙ্গীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ইং- ৩০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ০১.৩৫ ঘটিকায় স্থানীয় বাওড় (মাছের ঘের) পাহারাদারগণদের সহায়তায় শার্শা থানাধীন ছোট মান্দারতলার শিমুলতলা নামক স্থান হতে আসামীদের হেফাজত হতে জব্দ তালিকা মূলে চোরাই মালামাল (ক) একটি প্লাস্টিকের ড্রামে রক্ষিত অনুমান ৯০ লিটার গ্রীন অয়েল (বিটুমিন মিক্সার) ও (খ) ০১(এক) টি পাওয়ার ট্রিলার (টলি) উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের ইং ৩০/০৮/২০২৫ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রুজুকৃত মামলা নম্বর ও ধারাঃ
শার্শা থানার মামলা নং-২১, তারিখ-৩০/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ আলিম হোসেন (৩৭)
পিতা-মৃত জা বক্স মন্ডল
সাং-কায়েমকোলা
থানা-ঝিকরগাছা
জেলা-যশোর।
০২। মোঃ ইমরান হোসেন (৩২)
পিতা-সমুজ আলী মন্ডল
সাং-বাথানগাছি
থানা-মহেশপুর
জেলা- ঝিনাইদহ।
০৩। মোঃ মনিরুজ্জামান (৩৮)
পিতা-নুর ইসলাম মন্ডল
সাং- কায়েমকোলা
থানা-ঝিকরগাছা
জেলা-যশোর।
০৪। মোঃ বিল্লাল হোসেন (৩৫)
পিতা-মৃত আমানউল্লাহ সরদার
সাং-মাছখোলা (পশ্চিমপাড়া)
থানা-সাতক্ষীরা সদর
জেলা-সাতক্ষীরা।
উদ্ধারঃ
ক) একটি প্লাস্টিকের ড্রামে রক্ষিত অনুমান ৯০ লিটার গ্রীন অয়েল (বিটুমিন মিক্সার)
(খ) ০১(এক) পাওয়ার ট্রিলার (টলি)