মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে হাফেজ মোঃ তলহা (১৬) নামের একজন কিশোর হারিয়ে গেছে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ০২ ইঞ্চি, ওজন ৫০ কেজি, মুখের আকৃতি স্বাভাবিক এবং মাথার চুল ছোট কালো রঙের।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময় হাফেজ মোঃ তলহা কামরাঙ্গীরচর থানাধীন ৫৬ নং ওয়ার্ড-এর কুড়ার ঘাট এলাকা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে ডিএমপির কামরাঙ্গীরচর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় যার নম্বর -১৪৬৭, তারিখ-২৪/০৮/২০২৫ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ হাফেজ মোঃ তলহার সন্ধান জেনে থাকলে কামরাঙ্গীরচর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মুছা (০১৭১০-২৯৭৬৮৪) নাম্বারে অথবা কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসারের (০১৩২০-০৩৯৯২৮) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।