মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে গতকাল খিলক্ষেত থানা ও ভাটারা থানা (আংশিক)-এ লিফলেট বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকা পরিণত করেছে এক প্রাণবন্ত জনসমাবেশে।
ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসাইন বলেন—
“আপনাদের ভালোবাসা, নিরলস পরিশ্রম ও প্রাণের কণ্ঠস্বর এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেনঃ
“আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ঢাকা-১৮ আসন গড়ে তুলতে পারব। ইনশাআল্লাহ।”