মনা নিজস্ব প্রতিনিধিঃ
বাউনিয়াবাঁধ ই-ব্লক ইউনিট এলাকাবাসীর উদ্যোগে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা জনাব আমিনুল হক।
এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন।
অতিথির বক্তব্যে জনাব আমিনুল হক বলেন, “জনগণের স্বার্থে আমি সব সময় কাজ করেছি এবং সামনে আরও বেশি শক্তি ও আন্তরিকতা নিয়ে আপনাদের পাশে থাকব।”
এলাকাবাসী নেতার এমন আন্তরিকতা ও অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাঁকে ধন্যবাদ জানান।