মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর জেলার শ্রীনদী বাজারে অবস্থিত ‘হাজী বিরিয়ানি’ নামের একটি খাবারের দোকান থেকে কাচ্চি বিরিয়ানি খেয়ে এক গ্রাহক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। খাবার গ্রহণের কয়েক ঘণ্টা পরই ভুক্তভোগী ব্যক্তির পেটে তীব্র ব্যথা শুরু হয়।
ভুক্তভোগী জানান, তিনি এই দোকানে প্রথমবারের মতো কাচ্চি বিরিয়ানি খান। খাবারের স্বাদ ও গন্ধ স্বাভাবিক মনে হলেও রাতের খাবারের পর সকালে তীব্র পেটব্যথা অনুভব করেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু অজ্ঞাত দোকানে খাবারের মান, স্বাস্থ্যবিধি ও রান্নায় ব্যবহৃত উপাদান যথাযথ নয়। অনেক সময় পুরাতন বা সংরক্ষিত মাংস ব্যবহার করা হয়, যা সরাসরি ভোক্তার স্বাস্থ্যের জন্য হুমকি।
এ বিষয়ে ‘হাজী বিরিয়ানি’ দোকানের কোনো কর্মচারী বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
জনসাধারণের অভিযোগ, শ্রীনদী বাজারসহ জেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় নিয়মিতভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা উচিত।
স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যম প্রতিনিধিরা বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।