মনা নিজস্ব প্রতিনিধিঃ
বাকলিয়া থানার এসআই মোঃ মোবারক হোসেন, এসআই ফরহাদ মহিম, এসআই নিজাম উদ্দিন, এএসআই/আজমির শরীফ, এএসআই জিয়াউর রহমান, এএসআই জসিম উদ্দিন(১) সঙ্গীয় ফোর্সসহ ইং-২৪/০৭/২০২৫ খ্রি. রাত অনুমান ০০.৩০ ঘটিকা হইতে সকাল ০৭.৩০ ঘটিকা পর্যন্ত সময়ে বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২(দুই) বছরের সাজা পরোয়ানাভূক্ত আসামী ০১। নুর হোসেন, পিতা-শাহজাহান, মাতা-মাইনুর বেগম, সাং-নতুন ফিশারী ঘাট, ভেড়া মার্কেট, বারেক মাঝির ভাড়াটিয়া, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে জিআর ১৫৯/২২, বাকলিয়া ২৩(৫)২২, প্রসেস নং-৮৪/২৫ মূলে এবং ০৪(চার) মাসের সাজা পরোয়ানাভূক্ত আসামী ২। মোঃ আবদুল করিম, পিতা-মৃত হাফিজুর রহমান, সাং-২৭৯ নং, ঝরনা মার্কেট, নতুন চাক্তাই, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে অর্থ ঋণ জারী মামলা নং-১২১৯/২০২৩ (কোতোয়ালী), প্রসেস নং-৩৯৮/২৫ মূলে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।