সিরাজগঞ্জ প্রতিনিধি :
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী (২৫ হতে ২৭ মে-২০২৫খ্রিঃ) ভূমি মেলার উদ্বোধন করা হয়।
এ মেলা উপলক্ষ্যে র্যালি প্রদর্শন, সেবা গ্রহীতার জন্য স্টল স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে ও সদর ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপক অটোমেশন প্রকল্পের সহযোগিতায়-
আজ রবিবার (২৫ মে-২০২৫ খ্রিঃ) সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয় এবং সদর উপজেলা ভূমি অফিসে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার শুভর উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম র্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন। এবং বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ ভূমি মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুসহ প্রমুখ। এসময়ে
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে। এছাড়াও মেলা উপলক্ষ্যে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিমেলায় গণশুনানি ও জনসচেতনতামূলক সভা করা সহ সেবা গ্রহীতার জন্য স্টলে সেবা দেওয়া হচ্ছে । জেলা সকল ভূমি অফিসে ব্যানার লাগিয়ে সেবা দেওয়া হচ্ছে বলে জানা যায়।