1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
১২ লাখ টাকার ঠিকাদারি কাজ পেলেন আ. লীগ নেতা - নব দিগন্ত ২৪
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোলে ২০১৬ সালে গুম-খুন হওয়া শিবির নেতা রেজওয়ান এর তদন্তে ট্রাইব্যুনাল টিম বেনাপোলে জালিয়াপাড়া বাজারে বিএনপির শোডাউন, সম্প্রীতির বার্তা তুলে ধরলেন নেতারা যশোর পুলিশ লাইন্স মাঠে যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর প্যারেড, সাক্ষাৎকার ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত যশোরের শার্শায় চারদিন ধরে নিখোঁজ হওয়া ভ্যানচালক মো. আব্দুল্লাহ অর্ধগলিত লাশ উদ্ধার আটক-৩ বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজ ডিমলায় সেচ্ছাসেবক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত। বড়াইগ্রাম থানা পেল জেলার সেরা স্বীকৃতি, শ্রেষ্ঠ এসআই রাকিবুল ইসলাম ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানাধীন এলাকায় অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ দক্ষিণ বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার টার্ন আউট, চাকুরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত (৩য় ব্যাচের) প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২ লাখ টাকার ঠিকাদারি কাজ পেলেন আ. লীগ নেতা

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লটারির মাধ্যমে পৌরসভার রাস্তা সংস্কারকাজের ঠিকাদারি পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী, বিস্ফোরক মামলার পলাতক আসামি রেজওয়ানুল হক বিপ্লব।
একজন পলাতক আসামি পৌরসভার উন্নয়নকাজের টেন্ডারে কিভাবে অংশ নিলেন এবং পেয়েও গেলেন—এই প্রশ্ন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার। এ বিষয়ে পৌর প্রশাসনের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পীরগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, মার্চ মাসের শেষের দিকে পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এবার পৌর শহরের উন্নয়নের জন্য ১৩টি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়।
প্রত্যেকটি গ্রুপে ৫৩টি করে শিডিউল জমা পড়ে। টেন্ডারের প্রত্যেকটি গ্রুপেই অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিস্ফোরক মামলার পলাতক আসামি রেজওয়ানুল হক বিপ্লব।
এসব উন্নয়নকাজের ঠিকাদার নির্বাচনে গত ১৬ এপ্রিল লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে উপজেলা পরিষদ সড়ক হতে উপজেলা ভূমি অফিসের পাশ দিয়ে রেললাইন মসজিদ পর্যন্ত পাকা রাস্তা সংস্কারে প্রায় ১২ লাখ টাকার ঠিকাদারি কাজ পান তিনি।
বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও পরবর্তীতে ফাঁস হয়ে যায়। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সিহাব বলেন, রেজওয়ানুল হক বিপ্লবের নেতৃত্বে গত ৪ আগস্ট পীরগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালানো হয়, ককটেল ফাটানো হয়।

সেই মামলার পলাতক আসামি রেজওয়ানুল হক বিপ্লব। তিনি কিভাবে পৌরসভার টেন্ডারে অংশ নিলেন এবং কাজও পেয়ে গেলেন তা আমরা বুঝতে পারছি না। একটি চক্র বিগত স্বৈরাচার সরকারের দোসরদের বিভিন্নভাবে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার ঠিকাদারির লটারি বাতিল করার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহজাহান বলেন, ‘আমার জানা মতে বিএনপির লোকজন বিপ্লবের লাইসেন্স দিয়ে শিডিউল কিনেছেন এবং জমা করেছেন।

আমি নিষেধ করেছিলেন, তারা শোনেননি।’
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের লাইসেন্স দিয়ে বিএনপির কেউ শিডিউল নিয়েছেন, তা আমি জানি না। তা ছাড়া ওই নেতা পলাতক। তিনি কিভাবে টেন্ডারে অংশ নিলেন এ প্রশ্ন আমারও।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, *বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ মামলার আসামি রেজওয়ানুল হক বিপ্লব* পলাতক রয়েছেন। তিনি পৌরসভার টেন্ডারকাজে অংশ নিয়েছেন এটা তিনি জানেন না।

*রেজওয়ানুল হক বিপ্লব পলাতক* থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পৌর প্রশাসক ও উপজেলা *নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন,* বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে। হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট