মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ (সোমবার): ১৭তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২২-২৪ আগস্ট রাজধানীর গুলিস্তান জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪২টি দলের মোট ৩৫০ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।
৪০টি ইভেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সেনাবাহিনী দল ২৬টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক জয় করে শীর্ষস্থান অর্জন করে। নৌবাহিনী ১৩টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ পদক নিয়ে প্রথম রানারআপ এবং পুলিশ দল ১টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় রানারআপ হাওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য যে, এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটরা চারটি নতুন জাতীয় রেকর্ড অর্জন করেছেন। এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট সৈনিক মোশাররফ প্রতিযোগিতার সেরা পুরুষ অ্যাথলেট নির্বাচিত হয়েছেন। আশা করা যায়, সেনাবাহিনী অ্যাথলেটিক্স দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে।
#বাংলাদেশসেনাবাহিনী
#বাংলাদেশনৌবাহিনী
#বাংলাদেশপুলিশ #জাতীয়_গ্রীষ্মকালীন_অ্যাথলেটিক্স #Champion