1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চিকিৎসার অভাবে মৃত্যুর মিছিল, কয়রায় স্বাস্থ্যসেবা চাই দাবিতে মানববন্ধন - নব দিগন্ত ২৪
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুর পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন এর দায়িত্বভার গ্রহণ সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, সাতক্ষীরা যশোরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা পুলিশ যশোরের নবাগত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত যশোর নোয়াপাড়া বিশেষ অভিযানে ০৫ টি বিদেশী পিস্তল, ১০ টি পিস্তলের ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক–পুলিশ একসাথে কাজ করবে: মাদারীপুর এসপি এহতেশামুল হক WTGP 2025- এ “শাহিদুজ্জামান শোভন” জাপানের বিশ্ব মঞ্চে উড়ালো বাংলাদেশের পতাকা চট্টগ্রাম সিএমপি’র আকবর শাহ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ৪ জন কুখ্যাত সন্ত্রাসী আটক হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন যোগদান রাজধানীতে জেনেভা ক্যাম্পে অভিযানে ৭৮০০ পিচ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

চিকিৎসার অভাবে মৃত্যুর মিছিল, কয়রায় স্বাস্থ্যসেবা চাই দাবিতে মানববন্ধন

জিল্লুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার (খুলনা):

খুলনার উপকূলবর্তী উপজেলা কয়রার স্বাস্থ্যসেবা সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যসেবা ব্যবস্থার চরম দুরবস্থার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, অবকাঠামোগত সমস্যা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতালের ৫০ শয্যার অনুমোদন থাকলেও চিকিৎসা কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে মাত্র ১৯ শয্যার পরিত্যক্ত ভবনে। দীর্ঘ তিন বছর ধরে সিজারিয়ানসহ সব ধরনের অপারেশন বন্ধ রয়েছে। নেই প্যাথলজি, এক্স-রে বা আলট্রাসোনোগ্রাফির মতো মৌলিক সেবাও। ফলে রোগীরা বাধ্য হয়ে অতিরিক্ত খরচে খুলনা শহরে চিকিৎসা নিতে ছুটছেন।

বক্তারা অভিযোগ করেন, কয়রায় কোনো নারী চিকিৎসক নেই। গাইনী, মেডিসিন ও সার্জারি বিভাগে কোনো জুনিয়র কনসালটেন্ট নেই। মন্ত্রণালয় থেকে চিকিৎসক পদায়ন হলেও আবাসিক সুবিধার অভাবে তারা কর্মস্থলে অবস্থান করেন না। মাঝে মাঝে খুলনা থেকে এসে নামমাত্র সেবা দিয়ে চলে যান, অথচ পুরো মাসের বেতন তুলে নেন। কেউ কেউ প্রভাব খাটিয়ে অন্যত্র সংযুক্ত হন। মাত্র কয়েকজন মেডিকেল অফিসার দিয়ে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পরিচালনা সম্ভব নয়।

সেবা না থাকায় প্রসবকালীন জরুরি অবস্থায় রোগীকে খুলনা নিতে গিয়ে বহু নারী পথে ঝুঁকিতে পড়ছেন। ইতিমধ্যে অনেকে প্রাণ হারিয়েছেন বলেও অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে অংশ নিয়ে এমনই এক দুর্ঘটনায় মারা যাওয়া এক প্রসূতির ভাই রাসেল জানান, “যথাসময়ে সেবা পেলে হয়তো আমার বোন বেঁচে যেত। এভাবে আর কেউ যেন না মরে।”

বক্তারা বলেন, কয়রা সদরে অবস্থিত একমাত্র উপ-স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জনবল ও অবকাঠামোর অভাবে বন্ধ রয়েছে। ৩১ শয্যার একটি ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর ২০২২ সালে বরাদ্দ পাওয়া নতুন ভবনের কাজ বন্ধ হয়ে আছে বছরের পর বছর।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম। তিনি কয়রার স্বাস্থ্যখাত উন্নয়নে সাত দফা দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচএম শাহাবুদ্দিন, কয়রা প্রেসক্লাবের সভাপতি মাস্টার সদউদ্দিন আহমেদ, মানবাধিকার ব্যুরোর নির্বাহী সদস্য প্রভাষক নুরুজ্জামান, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আনোয়ার হোসেনসহ অনেকে।

উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সুন্দরবন চ্যারিটির চেয়ারম্যান আবুল হাসান, বিলিভারস এইডের পরিচালক মেজবাহ উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, ফরহাদ হোসেন, গণধিকার পরিষদের কয়রা উপজেলা সভাপতি ইয়াসিন, কয়রা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আলিম, আকিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর কয়রা প্রতিনিধি মো. ইমতিয়াজ উদ্দিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট