মনা যশোর প্রতিনিধিঃ
ফেনসিডিলের মামলায় বেনাপোল দৌলতপুরের তাসলিমা বেগমকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।
সোমবার ২৬মে দুপুরে বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এই আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তাসলিমা বেগম দৌলতপুর গ্রামের ইরাজুল ইসলাম ওরফে মিরাজুল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ২৭ ডিসেম্বর বিকেলে খুলনা রাবের একটি টিম বেনাপোল গাতিপাড়া রোডের বড় আচড়ার জাহিদ ট্রেডার্স এর সামনে থেকে তসলিমা বেগমকে আটক করে। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাবের (rab) এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি তাসলিমা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এস আই রোকনুজ্জামান।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি তাসলিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে তাহাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।