মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২২/০৭/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এসআই মারুফ বিন আব্দুল্লাহ, এএসআই সোহেল আহমেদ, এএসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান পরিচালনা করে জিআর- ৩০৬/১৯, টিআর- ৪৩৯/১৯, কোতোয়ালী থানার মামলা নং- ৮৯(৩)১৯, ধারা- ৩৮০ পেনাল কোড সংক্রান্তে ০১(এক) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী সজল দাশ @ শ্যামল দাশ’কে গ্রেফতার করেন।