মনা নিজস্ব প্রতিনিধিঃ
পাঁচলাইশ মডেল থানার এসআই নুরুল আবছার, এএসআই সুজন বড়ুয়া, রুকন, আব্দুল্লাহ আল মাসুদ পাটোয়ারী ও SPL 32 সঙ্গীয় ফোর্স ইং ০১/০৮/২০২৫খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে দাঃ-১৩৫৮/১৭, সিআর-২৬২৮/১৬(কোতোয়ালী) সংক্রান্তে সাজা পরোয়ানাভুক্ত আসামী ০১। গোলাম আবু আহম্মদকে গ্রেফতার করেন। আসামীকে বিজ্ঞ আদালত ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৭,৫০,০০০/-(সাত লক্ষ পঞ্চাশ ) হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।