মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১২/০৮/২৫ খ্রিস্টাব্দ রাত ০১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, সাভার মডেল থানাধীন সাভার বিরুলিয়া রোডে একটি পিকআপ যোগে সরকারি টিসিবির পন্য অবৈধভাবে পাচার করিতেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম ১২/০৮/২৫ খ্রিস্টাব্দ রাত ০২.৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার বিরুলিয়া রাজাশন, কালিয়াকৈর এলাকা হইতে পিকআপ ড্রাইভার ১। মোঃ লিটন মিয়া (৩৯), পিতা-মোঃ আমির হোসেন, মাতা-মৃত রাশেদা খাতুন, সাং-উত্তর হালিশর, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর, বর্তমান সাং-টঙ্গী মধুপুর, থানা-টঙ্গী, জেলা-গাজীপুরকে গ্রেফতার করেন এবং একটি পিকআপ জব্দ করেন। জব্দকৃত পিকআপ এর রেজিঃ নং-ঢাকা মেট্রো ন ১৭-৩৭৮৩ । উক্ত পিকআপ তল্লাশী করিয়া সরকারি টিসিবির পন্য যথাক্রমে ০১। ১০০ কার্টন সয়াবিন তেল (গাঁয়ে বসুন্ধরা লেখা আছে), প্রতি কার্টনে ১৮ লিটার করে সর্বমোট ১৮০০ (এক হাজার আটশত) লিটার সয়াবিন তেল, ০২। ৩০ বস্তা আটা, প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট-১৫০০ (এক হাজার পাঁচশত) কেজি আটা, ০৩। ১৬ বস্তা চিনি, প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ৮০০ (আটশত) কেজি চিনি, ০৪। ২৭ বস্তা মুসুরের ডাল প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ১৩৫০ (এক হাজার তিনশত পঁঞ্চাশ) কেজি ডাল উদ্ধার করেন। উক্ত আসামীর (পিকআপ ড্রাইভার) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।