মাহামুদুল হাসান রনি
স্টাফ রিপোর্টার
মাদারীপুরের রাজৈর এ , রাজৈরের সাংবাদিকদের আয়োজনে,আজ ১২, আগস্ট,২০২৫ ইং তারিখ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিট এ, রাজৈর পৌর ঈদগাহ ময়দানে রোড সংলগ্নে, সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি,মতিন খন্দকার, বৈশাখী টিভির , মাদারীপুর জেলা প্রতিনিধি, নিত্যানন্দ হালদার , রাজৈর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ,কাজী নজরুল ইসলাম, রাজৈর নিউজ এর প্রকাশক,এইচ,ইমন সহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএমএফ টেলিভিশন সাংবাদিক, বিপুল কুমার দাস, এশিয়ান টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি, অনাদি কুমার মন্ডল, রাজৈর প্রেস ক্লাবের সাবেক, সাধারণ সম্পাদক, নাজমুল কবীর , মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, ফেরদৌস হোসেন,দৈনিক নব চেতনা পত্রিকার সাংবাদিক, মহিউদ্দিন চৌধুরী হীরা, সাংবাদিক সহিদুল আলম টুকু, আমার দেশ পত্রিকার সাংবাদিক, টুটুল বিশ্বাস, সাংবাদিক, বোরাক হোসেন ও সাংবাদিক এস এম মেহেদী হাসান দৈনিক নিরপেক্ষ পত্রিকা ও বট বাংলা রাজৈর উপজেলা প্রতিনিধি।