মনা নিজস্ব প্রতিনিধিঃ
কোতোয়ালি থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এএসআই সোহেল আহমেদ, এএসআই জিয়াউর রহমান, এএসআই রিগান চাকমা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং১২/০৮/২০২৫খ্রি. তারিখ খুলশী থানাধীন চেমনবাগ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়ারা-৬৮৯৮/১৮, সিআর-১৪৬০/১৬, ০২। দায়রা-৯৬০/১৫, সিআর-১৭০/১৪, ০৩। দায়রা-৮২৪/১৫, সিআর-১১৫/১৪, ০৪। দায়ার-৬৮৯৮/১৮, সিআর-১৪৬০/১৬, প্রসেস-২১২০/২৫ সংক্রান্তে ০৩(তিন) বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ০৪টি সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী সৈয়দ মাহবুব মোরশেদ, পিতা-হানিফ, সাং-৩০, মিরিন্ডা লেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় ০২টি সিআর সাজা ওয়ারেন্ট মূলতবী আছে।