1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শার্শা থানাধীন শিকারপুর গ্রামস্থ শিকারপুর বাজার মসজিদের পিছন হতে ৪০ (চল্লিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ শেরেবাংলা নগরে সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাই: চক্রের মূলহোতাসহ ৪ জনকে আটক করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ ভাল কাজের স্বীকৃতিস্বরূপ মাননীয় আইজিপি মহোদয়ের প্রদত্ত পুরস্কার গ্রহণ রাজধানী শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকায় ডিবি পুলিশের অভিযানে হানি ট্র্যাপ ও চাকরির প্রলোভনে প্রত্যরণার ঘটনায় আটক-৭। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ বাহিনী অভিযান সমূহের সারসংক্ষেপ (১৪-২১ আগস্ট): সারাদেশে গ্রেফতার- ৫৬। ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪ যশোর শার্শা থানা পুলিশ কর্তৃক ৪০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোর অভয়নগরে চাঞ্চল্যকর শারীরিকভাবে প্রতিবন্ধী ভ্যানচালক ‘লিমন’ হত্যাকান্ডে রুজুকৃত ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার: আটক ২

ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি, অনৈতিক কাজে জড়িতসহ বিভিন্ন অপরাধের অপরাধী।

তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

আদাবর থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। রিয়া মনি ওরফে রেনু আক্তার (২৬) ২। নুর নাহার (২০) ৩। আছমা খাতুন (৩০) ৪। মায়া আক্তার ওরফে বৃষ্টি (২৬) ৫। সোনিয়া আক্তার (২৩) ৬। দুলি খানম (১৯) ৭। আছমা আক্তার (২৭) ৮। আয়েশা আক্তার বাঁধন (২০) ৯। নাজমা আক্তার (২৫) ১০। আনজুমান (২২) ১১। মো. পিন্টু শেখ (৩২) ও ১২। মো. মনির শান্ত (২০)।

অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। সাহেব বিশ্বাস (২৮) ২। সিয়াম (২৪) ৩। রেদোয়ান (১৮) ৪। সোহাগ (২৩) ৫। রাকিব (৩২) ৬। আ: রহমান (৪০) ৭। ইউসুফ (৩৪) ৮। রোমান ওরফে রায়হান (২১) ৯। রহিম আশরাফ (৪২) ১০। সোহেল (২৫) ১১। বদিউল আলম (৪২) ১২। মোস্তফা কামাল শাওন (৩০) ১৩। ফয়সাল (২০) ১৪। মাসুদ (২৬) ১৫। সাব্বির (২২) ১৬। শাহজাদা সাক্কু (৪৮) ১৭। জলিল (৪২) ও ১৮। সাঈদ (২৮)।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. মাহিম খন্দকার (২৪) ২। রহিমা ওরফে তাপসী (২৭) ও ৩। সুমন (২৮)।

তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোকলেচ (৩১) ২। অরুন (৫২) ৩। লিমন (৪০) ও ৪। সোহেল (৩২)।

অন্যদিকে একই দিন হাতিরঝিল থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে সাত জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- থানা- ১। মো. আলমগির ব্যাপারী (৩৭) ২। মো. স্বপন মিয়া (৫০) ৩। মো. বশির মোল্লা (৪২) ৪। মো. সাব্বির (২০) ৫। মো. আবুল কালাম (৩০) ৬। মো. মোহন খাঁ (২০) ও ৭। রাসেল মিয়া (৩০)।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। অমিত বৈদ্য (২৯) ২। সুজন (২৮) ৩। সবুজ (৩২) ৪। রিপন (২৬) ৫। আনিস (৩৫) ৬। নাঈম (২১) ৭। রাকিব (২২) ৮। আলমগির (২৮) ৯। টিটন ওরফে লিটন (২৮) ১০। হাবিব (৩০) ১১। আবুল খায়ের (৫২) ১২। শাওন (৪০) ১৩। দিদার হোসেন শান্ত (২৬) ১৪। সাগর (২২) ১৫। সজীব (২০) ১৬। নুরুল (৪৩) ১৭। মীম (২৬) ১৮। সুমি (২৬) ১৯। আকলিমা (২৮) ২০। নিপা (২০) ও ২১। দিপা (২০)।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট