মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৬/০৮/২০২৫ খ্রিস্টাব্দ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মহোদয় এবং মাননীয় পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান মহোদয়গন “ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের বাস্তব কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণপূর্বক অতিথিদের আসন অলংকৃত করেন। এই সময়ে ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান পিপিএম মহোদয়, ঢাকা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ মহোদয় এবং সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মাননীয় উপদেষ্টা মহোদয়গনদের শুভেচ্ছা জ্ঞাপন পূর্বক বরণ করে নেন । মাননীয় উপদেষ্টা মহোদয়গন উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানপূর্বক সংশ্লিষ্ট প্রকল্পের উদ্বোধন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । এই সময়ে সংশ্লিষ্ট প্রকল্প, ঢাকা জেলা প্রশাসন এবং ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।