1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বংশালে বাসে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রায়গঞ্জে ২০০ গ্রাহকের টাকা নিয়ে উধাও সৌদি-বাংলা ইনভেস্টমেন্ট এনজিও। যশোর বেনাপোলে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ৫ম শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক নিহত বগুড়ায় দু’টি ক্লিনিকে ১ লক্ষ ১৫ হাজার অর্থদন্ড যশোরে শংকরপুরে বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু ককটেল ঘিরে রহস্য। সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা  অনুষ্ঠিত। চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুলিয়ে ফেলে দেওয়া হয় মতিউরকে দক্ষিণখান থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) কে, এম, মনছুর আলীর মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক সিটিটিসি আয়োজিত ‘ডিজিটাল ফরেনসিক এক্সামিনার সার্টিফিকেশন কোর্স’ এর সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত ট্রাফিক সহায়তাকারী গ্রুপ (TAG) এর নবাগত সদস্যদের সাথে তেজগাঁও ট্রাফিক বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

বংশালে বাসে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বংশাল থানা এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯) ২। আমির হামজা (১৯) এবং ৩। মো. আকাশ রহমান তানভীর (২২)।

রবিবার (১৮ মে ২০২৫) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, ১৬ মে ২০২৫ খ্রি. সকাল ০৭:৩০ ঘটিকার সময় মানিকগঞ্জ হতে শুভযাত্রা পরিবহনের একটি বাস রওনা করে একই তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বংশাল থানাধীন ফুলবাড়ীয়া বাস টার্মিনালে এসে পৌঁছায়। রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় বাসটি বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডস্থ ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স এর মেইন গেইটের সামনে রাস্তার উপর পার্কিং করে বাসের হেলপার মো. খাইরুল ইসলাম বাসের ভিতর ঘুমিয়ে পড়ে। রাত ১১:০০ ঘটিকায় আরেক শুভযাত্রা বাসের হেলপার কাকন এবং তার মামাতো ভাই আরব আলীও বাসে প্রবেশ করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ খাইরুল ইসলামের শরীরে তাপ লাগলে সে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে দেখতে পায় যে, বাসের ড্রাইভিং সীটের পিছনে আগুন লেগেছে। তিনি জীবন বাঁচাতে বাসের জানালা খুলে বাস হতে লাফ দিয়ে নেমে যান। তিনি বাস হতে নামার সাথে সাথেই কাকনও বাস হতে জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যায় কিন্তু আরব আলী ভিতরে আটকা পড়ে। তাৎক্ষনিকভাবে পাশে থাকা ফায়ার সার্ভিসের একটি টিম এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ অবস্থায় আরব আলীকে উদ্ধারপূর্বক ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের হেলপার মো. খাইরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

বংশাল থানা সূত্রে আরো জানা যায়, এ ঘটনায় মামলার প্রেক্ষিতে বংশাল থানার একটি অভিযানিক দল ১৮ মে ২০২৫ খ্রি. ভোর ৪:০০ ঘটিকায় মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় উক্ত তিন আসামিকে গ্রেফতার করে।

মামলার তথ্য অনুযায়ী, আসামি দ্বীন ইসলাম, আমির হামজা, মো. আকাশ রহমান তানভীর, শুভ এবং অজ্ঞাতনামা কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা ও সম্পত্তির ক্ষতিসাধন করে। এতে নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং বাসের সিট ও জানালা পুড়ে প্রায় দুই লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট