মো: পারভেজ সেখ
ক্যাম্পাস প্রতিনিধি,বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন “সিরাজগঞ্জ জেলা সমিতি, বেরোবি” ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
২৫ মে ২০২৫, রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত “বার্ষিক পুনর্মিলনী” শীর্ষক অনুষ্ঠানে এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রুবেল আলম (বিভাগ: ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সুমন আহমেদ (বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান)।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:সহ-সভাপতি: মোতালেব হাসান (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস)যুগ্ম সাধারণ সম্পাদক: রোজিনা আক্তার রূপা (ম্যানেজমেন্ট স্টাডিজ)সাংগঠনিক সম্পাদক: গোলাম রহমান শাওন (ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ)প্রচার সম্পাদক: পারভেজ শেখ (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)সহ প্রচার সম্পাদক: রহমতি করিম প্রভা (ম্যানেজমেন্ট স্টাডিজ)দপ্তর সম্পাদক: মো. সাব্বির হোসেন (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং)অর্থ সম্পাদক: মাহির ফয়সাল (গণিত বিভাগ)সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: নুসরাত জেরিন অয়ন (ম্যানেজমেন্ট স্টাডিজ)
কার্যকরী সদস্যবৃন্দ:
আতিকুর রহমান (পরিসংখ্যান), রাজু শেখ (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং), সাব্বির হোসেন (ম্যানেজমেন্ট স্টাডিজ), দীপ রঞ্জন রায় (মার্কেটিং), সিয়াম হাসান রাফি (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস)।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে সভাপতি মো. রুবেল আলম বলেন, “সিরাজগঞ্জ জেলা সমিতি শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি আমাদের জেলার শিক্ষার্থীদের মধ্যে বন্ধন, সহযোগিতা এবং নেতৃত্বের একটি প্ল্যাটফর্ম। আমি চাই এই সংগঠন একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্মে পরিণত হোক এবং সে লক্ষ্যে আমি কাজ করে যাব”।
সাধারণ সম্পাদক মো. সুমন আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি শুধু একটি পদ না,এটি একটি বিশাল দায়িত্ব। আমি আমার সর্বোচ্চটা দিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব। আমরা নতুন উদ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবো এবং শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করবো।”
সহ-সভাপতি মোতালেব হাসান বলেন, “এই পদ আমার জন্য দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক। আমাদের লক্ষ্য হবে একটি বন্ধনশীল ও কার্যকর সংগঠন গড়ে তোলা, যেখানে সবাই নিজেকে সম্পৃক্ত মনে করবে।”
কার্যকরী সদস্য আতিকুর রহমান বলেন, “সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।আমরা সকলে একসাথে কাজ করলে সকল প্রতিবন্ধকতা দূর করা সম্ভব ”।
নতুন কমিটির সদস্যরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাবেন এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।