লিটন ইসলাম
জেলা প্রতিনিধি
দিনাজপুর
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ২১ আগষ্ট ২০২৫ ইং তারিখে বিডি ক্লিন ঢাকা উত্তর ৪ নং জোন এর উদ্যোগে ভাষানটেক থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিশেষ প্রদর্শনী।
প্রদর্শনীর প্রতিপাদ্য ছিল— “প্লাস্টিক ব্যবহারে না তো করছিনা, বলছি শুধু হতে সচেতন।”
এই উদ্যোগের মূল উদ্ভাবক ছিলেন ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়। তাঁর অনুপ্রেরণা ও সহযোগিতায় এ প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিডি ক্লিন সদস্যরা প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক এবং এর পরিবেশ ও মানব জীবনের উপর দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরেন। তারা পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানান এবং দৈনন্দিন জীবনে সচেতনতার গুরুত্বের উপর জোর দেন।
প্রদর্শনী শেষে ভাষানটেক থানায় প্লাস্টিক দিয়ে তৈরি ডাস্টবিন উপহার প্রদান করা হয়, যা সচেতনতার প্রতীক হিসেবে ভবিষ্যতে পরিবেশ রক্ষার কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
স্থানীয় জনগণ ও অতিথিরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এমন কার্যক্রম শুধু সচেতনতা নয়, বাস্তব পরিবর্তনেও ভূমিকা রাখবে।”
পরিবেশ রক্ষায় বিডি ক্লিন ঢাকা উত্তর ৪ নং জোন এবং ভাষানটেক থানা একটি দৃষ্টান্ত স্থাপন করলো, যা ভবিষ্যতে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।