1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্মিত নিজস্ব কার্যালয়ের উদ্বোধন ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোলে ২০১৬ সালে গুম-খুন হওয়া শিবির নেতা রেজওয়ান এর তদন্তে ট্রাইব্যুনাল টিম বেনাপোলে জালিয়াপাড়া বাজারে বিএনপির শোডাউন, সম্প্রীতির বার্তা তুলে ধরলেন নেতারা যশোর পুলিশ লাইন্স মাঠে যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর প্যারেড, সাক্ষাৎকার ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত যশোরের শার্শায় চারদিন ধরে নিখোঁজ হওয়া ভ্যানচালক মো. আব্দুল্লাহ অর্ধগলিত লাশ উদ্ধার আটক-৩ বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজ ডিমলায় সেচ্ছাসেবক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত। বড়াইগ্রাম থানা পেল জেলার সেরা স্বীকৃতি, শ্রেষ্ঠ এসআই রাকিবুল ইসলাম ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানাধীন এলাকায় অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ দক্ষিণ বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার টার্ন আউট, চাকুরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত (৩য় ব্যাচের) প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্মিত নিজস্ব কার্যালয়ের উদ্বোধন ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানী ঢাকা মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন ও তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটি দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষের মিলনমেলা ঘটেছে।

অনুষ্ঠানে আগত অতিথিরা ও দর্শনার্থীরা সংগঠনটির কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সাথে সংগঠনটির সাংগঠনিক ভিত মজবুত রেখে সংগঠন, সদস্য সহ সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করেন।

গতকাল ২০ সেপ্টেম্বর রাজধানী ঢাকা মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্মিত নিজস্ব কার্যালয় ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সংগঠনটি দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দিনের শুরুতেই ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ফিতা কেঁটে নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন।

ক্লাব উদ্বোধন শেষে ক্লাবের সভাপতি মহোদয়ের সভাপতিত্বে মাওলানা লোকমান হোসেনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সাংবাদিকতা উন্নয়ন ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই সভাপতি মহোদয় বক্তব্যে তার সংগঠনের এত সুন্দর পরিবেশ দানের জন্য সহযোগিতাকারী সকল শুভাকাঙ্ক্ষী, কর্তৃপক্ষ,প্রশাসন ও আগত সকল অতিথিদের শুভেচ্ছা জানান। সুন্দর আয়োজনের জন্য বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক কাজী শরীফ নেওয়াজ লালন, আলী আফজাল আকাশ, আনিস মাহমুদ লিমন, রফিকুল ইসলাম খান,সাধারণ সম্পাদক ইস্রাফিলের, বাহার, ও মোঃ মোশারেফ হোসেন (মনা) প্রতি সংবাদিক সুরক্ষা আইন বিষয়ে দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমী বলেন, অতীতের সরকার গুলো সাংবাদিক তথা গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য নানা রকম কালো আইন তৈরি করেছে। অবিলম্বে সেই আইনগুলো বাতিলপূর্বক সাংবাদিকরা যেন নিরাপদে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেই পরিবেশ তৈরির জন্য রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানা।

দ্যা এক্সাম্পল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, সাংবাদিকতা উন্নয়নের জন্য সাংবাদিকদেরও যোগ্যতা,দক্ষতা ও কৌশলী হয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। যেকোনো বিপদে-আপদে একে অপরের সহযোগী হয়ে সুসংগঠিত থাকলেই সাংবাদিকতার মান উন্নয়ন সম্ভব।
বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, আমরা ব্যবসায়ী মহল মনে করি সমাজের সকল স্তরের মানুষ নীতি-নৈতিকতা ঠিক থাকলে আবাসন ব্যবসা থেকে শুরু করে দেশের সকল ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটবে। আমাদের এই ব্যবসার সাথে রাষ্ট্রের প্রায় ১৯০টি সেক্টর জড়িত। তাই কোন না কোন সেক্টরের ন্যূনতম গাফিলতির কারণে যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে।এজন্য যেকোনো বিষয়ে মিডিয়ায় তুলে ধরা এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকসহ প্রশাসনকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু জাফর সূর্য বলেন, দেশ ও জাতি গঠনে সাংবাদিক তথা গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তাই দেশ ও জাতির উন্নয়নের জন্য গণমাধ্যমকে বিশেষ ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের উচিত সাংবাদিকদের ন্যায্য অধিকারের ব্যবস্থা করা। সাংবাদিকরা যেন নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশে রাষ্ট্রের সকল বিভাগের কাছে সহযোগিতা পায়, রাষ্ট্রকেই তার ব্যবস্থা করা। সেক্ষেত্রে সাংবাদিকদের উচিত দল-মতের ঊর্ধ্বে উঠে সাংবাদিকতা চর্চা করা। তাহলেই, দেশ ও জাতি উপকৃত হবে।

আলোচনা সভা শেষে সমাজের নানা স্থরে বিশেষ ভূমিকা রাখায় ক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ক্লাবের উপদেষ্টা সদস্য, দাতা সদস্য, সহযোগী সদস্য, নির্বাহী সদস্য এবং সাধারণ সদস্য সহ আগত অতিথিদের নিয়ে কেক কাটার মাধ্যমে ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা ও ক্লাবের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ নৌ-ভ্রমণ যাত্রা শুরু করেন। নৌ-ভ্রমণ পরবর্তী দুপুরের খাবার শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নাচ, গান ও কৌতুক অভিনয় প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে বিদায় বেলায় অনুষ্ঠানে আগত অতিথিরা মিরপুর রিপোর্টার্স ক্লাবের সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট