মনা নিজস্ব প্রতিনিধিঃ
পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন, মিরপুরে মেট্রো ফাস্টফুড এন্ড কফি কর্নারের শুভ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বেলা ০২.০০ টায় পুলিশের এই কফি কর্নারের শুভ উদ্বোধন করা হয়।
মেট্রো ফাস্টফুড এন্ড কফি কর্নারের শুভ উদ্বোধনকালে ডিএমপি কমিশনার এই কফি কর্নারের গুণগত মান, স্বাস্থ্যকর খাবার তৈরির প্রক্রিয়া এবং পুলিশ সদস্যদের কল্যাণে এর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। এই কফি কর্নারটি আধুনিক সুযোগ-সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশে সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে, যা পুলিশ সদস্যদের দৈনন্দিন জীবনে সুবিধা এবং স্বাচ্ছন্দ্য যোগ করবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পিওএম পুলিশ লাইনের পুলিশ সদস্য ।
মেট্রো ফাস্টফুড এন্ড কফি কর্নারের এই উদ্যোগ পুলিশ বাহিনীর সদস্যদের জন্য একটি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের কর্মক্ষেত্রে মানসম্পন্ন খাবারের সুবিধা নিশ্চিত করবে।