
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যাত্রীবাহী পরিবহন থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত দুইটার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মোড়ে সাতক্ষীরা লাইন পরিবহনে তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দম্পতিরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার নোয়াপাড়া কুতুবজোম এলাকার শুক্কুর আলীর ছেলে আলমগীর (৩০) ও আলমগীরের স্ত্রী ময়না পাখি (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিস সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে যশোর টু সাতক্ষীরা মহাসড়কের ঝিকরগাছা উপজেলার মোড় নামক স্থানে সাতক্ষীরা লাইন রেজিষ্ট্রেশন নং (ব-১৫-০৭৬২) পরিবহনে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর ও ময়না পাখি নামে ঐ দম্পতিকে গ্রেফতার করে। তারা দুজনে কক্সবাজার থেকে ইয়াবা এনে যশোর সাতক্ষীরা অঞ্চলে পাইকারি বিক্রি করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গ্রেফতার দম্পতি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দু’জন পেশাদার মাদক কারবারি, তাদের নামে পূর্বে একাধীক মাদকের মামলা রয়েছে।