
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস),যশোর এর নেতৃত্বে জনাব মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার, ক -সার্কেল, যশোর, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভূঞা,অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা যশোরের এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন, এসআই(নিঃ)/ বাবলা দাস, এএসআই(নিঃ)/ নির্মল কুমার ঘোষ সঙ্গীয় অফিসার-ফোর্স সহ ৩০/১১/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ০০.৪৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ০৪নং নোয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম সাকিনস্থ জনৈক লিটন গাজী(৩৮) এর বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত সময় ধৃত আসামী লিটন গাজী(৩৮) এর বসতবাড়ির শয়ন কক্ষের বক্সখাটের মাথার দিকে বক্সের ভিতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় থাকা ০৫(পাঁচ) টি 7.65MM বিদেশী পিস্তল, ১০(দশ)টি পিস্তলের ম্যাগজিন, ৫০(পঞ্চাশ) রাউন্ড পিস্তলের গুলি এবং ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা রুজু সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ লিটন গাজী(৩৮)
পিতা-মোঃ নুর ইসলাম গাজী
মাতা-রহিমা বেগম
সাং-সুজলপুর, এপি/ সাং-মধুগ্রাম
থানা-কোতয়ালী
জেলা-যশোর।
উদ্ধারঃ
১। ০৫(পাঁচ) টি 7.65MM বিদেশী পিস্তল
২। ১০(দশ)টি পিস্তলের ম্যাগজিন
৩। ৫০(পঞ্চাশ) রাউন্ড পিস্তলের গুলি
৪। ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা।