1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় রোপা আমনের চারা বিক্রির ধুম - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোলে ২০১৬ সালে গুম-খুন হওয়া শিবির নেতা রেজওয়ান এর তদন্তে ট্রাইব্যুনাল টিম বেনাপোলে জালিয়াপাড়া বাজারে বিএনপির শোডাউন, সম্প্রীতির বার্তা তুলে ধরলেন নেতারা যশোর পুলিশ লাইন্স মাঠে যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর প্যারেড, সাক্ষাৎকার ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত যশোরের শার্শায় চারদিন ধরে নিখোঁজ হওয়া ভ্যানচালক মো. আব্দুল্লাহ অর্ধগলিত লাশ উদ্ধার আটক-৩ বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজ ডিমলায় সেচ্ছাসেবক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত। বড়াইগ্রাম থানা পেল জেলার সেরা স্বীকৃতি, শ্রেষ্ঠ এসআই রাকিবুল ইসলাম ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানাধীন এলাকায় অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ দক্ষিণ বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার টার্ন আউট, চাকুরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত (৩য় ব্যাচের) প্রশিক্ষণ অনুষ্ঠিত

সলঙ্গায় রোপা আমনের চারা বিক্রির ধুম

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় রোপা আমন ধানের চারা বিক্রির ধুম পড়েছে।এবারে প্রচুর বৃষ্টির পানি পাওয়ায় আনন্দে কৃষকরা জমিতে আমন ধানের আবাদ শুরু করেছে। 
জমিতে বেশী হারে ফলন মিলবে এমন নানা জাতের ধানের চারা কৃষকেরা লাগাচ্ছেন।যাদের আমন ধানের চারা গজানোর জায়গা নেই তারা স্থানীয় হাট বাজার থেকে চারা কিনে ক্ষেতে রোপন করছে।সলঙ্গায় এক পণ ধানের চারা  আড়াই থেকে তিনশো টাকায় কেনাবেচা হচ্ছে।এ হিসেবে এক মুঠো চারা তিন থেকে পোনে চার টাকায় কেনাবেচা হচ্ছে। রোপা আমন ধানের চারা বীজতলা থেকেই ব্যবসায়ীদের হাত হয়ে নিজস্ব চারা না থাকা কৃষকের কাছে যাচ্ছে বলে ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে । 
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,রোপা আমন মৌসুমে উপজেলায় ১১ হাজার ৫৭০ হেক্টর পরিমাণ জমিতে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার সলঙ্গা , রামকৃষ্ণপুর, হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন এলাকার আবাদী  মাঠে কৃষকেরা রোপা আমন ধানের আবাদ শুরু করেছেন। অনেক এলাকায় কৃষকেরা সেচ মেশিনে জমিতে পানি সেচ দিয়ে হালচাষ ও মই টেনে  জমি তৈরীর পর ধান চারাতে শুরু করেছেন। সলঙ্গার গোজা গ্রামের মাঠে পাওয়ার টিলারে হালচাষ করতে দেখা গেছে।জানা গেছে, বেশীরভাগ কৃষক নিজস্ব বীজতলার চারা জমিতে লাগাচ্ছেন।এদিকে যাদের নিজস্ব চারা নেই তারা এলাকার যেসব হাট বাজারে ধান চারা কেনাবেচা হয় সে সব হাট থেকে পছন্দের ধান চারা কিনে জমিতে রোপন করছেন।সলঙ্গা বাজারের থানা মাঠে বিগত বছরগুলোর ন্যায় এবারেও ব্যবসায়ীরা রোপা আমন ধানের চারা বেচা বিক্রি করছেন ।  আলী আশরাফ নামে একজন ব্যবসায়ী বলেন,তিনি গুটি স্বর্ণা ,  স্বর্ণা,২৯,৩৯,৪৯ সহ আরো নানা জাতের ধান চারা বিক্রি করছেন।আরেক ব্যবসায়ী জসমত বলেন,তাড়াশের মাধাইনগর,ঝুরঝুরি,কালিবাড়ি, বোয়ালিয়া-সরাপপুর,রামকৃঞপুরের চক নিহাল,ক্ষদ্র শিমলা,ধুবিলের আমশড়া,নৈপাড়া,বেতুয়াসহ আশেপাশের এলাকার কৃষকেরা নিজেদের বীজতলা থেকে চারা তুলে এনে তাদের কাছে পাইকারি দরে বিক্রি করছেন। অনেক কৃষক নিজেদের জমিতে চারা লাগানোর পর বাচতি চারা এনেও ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। আবার কেউ কেউ ব্যবসায় রোপা আমন ধানের বীজতলা করে সে চারা এখন তুলে এনেও বিক্রি করছেন। রবিউল করিম নামে এক ব্যবসায়ী বলেন,  এক পণ (আশি মুঠোয় এক পণ) চারা এখন আড়াইশো টাকা থেকে তিনশো টাকায় বেচা বিক্রি করছেন।এক মুঠো চারা তিন থেকে পোনে চার টাকা দরে কেনাবেচা হচ্ছে। কৃষকদের কাছে গুটি স্বর্ণা ও স্বর্ণা-৫ জাতের ধান চারার চাহিদা বেশী বলে জানান। 
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, ইতিমধ্যেই এক হাজার ৯২০ হেক্টর পরিমাণ জমিতে রোপা আমন ধান চারা লাগানো হয়েছে এবারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে রোপা আমন ধানের আবাদে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক এক ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট