মনা নিজস্ব প্রতিনিধিঃ
পাঁচলাইশ মডেল থানার এসআই/মোঃ নুরুল আবছার এর নেতৃত্বে এসআই/আশরাফ উদ্দিন সরদার, এএসআই/সুজন বড়ুয়া, এএসআই/রুকন উদ্দিন, এএসআই/আব্দুল্লাহ মাসুদ পাটোয়ারী, এএসআই/লিটনুর রহমান জয় সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৭/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২৩:৩০ ঘটিকার সময় পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করে ০২(দুই) বছরের সাজা পরোয়ানাভূক্ত আসামী ০১। মোঃ আহসানুল হক, পিতা-মৃত আবদুস সোবহান, মাতা-জাহানারা বেগম, সাং-প্রোপাইটার, আল ফ্যাশন লিঃ, ফ্ল্যাট নং-৪০৪, রোড নং-০১, হাউজ নং-২৩, নাসিরাবাদ হাউজিং সোসাইটি, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম’কে দায়রা-১৩৪৪/২১, দায়রা-১৩৫৬/২১, দায়রা-৫৬৮/২১, দায়রা-৫৭২/২১, দায়রা-৫৭৩/২১, দায়রা-১৩৪৮/২১, দায়রা-১৩৫৭/২১, দায়রা-৬৭৫৯/২৩ ও সিআর-১৫৯/২১ সহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ০৮টি সিআর সাজা পরোয়ানা এবং ০১টি সিআর পরোয়ানা মূলে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।