মনা নিজস্ব প্রতিনিধিঃ
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মো: জসিম উদ্দিন এর নেতৃত্ব এসআইজসিম উদ্দিন, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ইং ২৩/০৭/২০২৫ খ্রি: তারিখ রাত ০২.৩০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন রান রাশমনি ঘাট সংলগ্ন লিংক রোড় ওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলে সদস্য ০১। শাহাদাত হোসেন, পিতা-মো: শাকিল, মাতা- সুমি আক্তার, স্থায়ী : গ্রাম- মুন্সরিহাট (মধু চৌধুরীর বাড়ী) , উপজলো/থানা- ফুলগাজী, জেলা-ফেনী, বর্তমানে- জেলেপাড়া, চার রাস্তার মোড়, বরিশাইল্যা কলোনী , থানা- পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ ইব্রাহিম প্র: শান্ত, পিতা-মো: বাবুল, মাতা: সেতু বেগম প্র: সেতেরা, স্থায়ী- বরগাও হাসু বেপারীর বাড়ি, উত্তর শাকতলা, নদনা বাজারের উত্তরা পাশে, পো: নদনা, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, বর্তমানে- মাস্টার লেন(সেন্ট জেভির্য়াস মিশনারী স্কুল এর পাশে), থানা- খুলশী, জেলা-চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে ০১ টি ধারালো ছোরা, ০১ টি চাপাতি, ০১ টি লোহার হাতুরি, ০১ টি নাকল-ডাষ্টার উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-২১ তারিখ-২৩/০৭/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়েছে।