
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ০৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) : আজ মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযান দল রাজবাড়ী জেলার সদর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাগর নামের একজন ব্যক্তিকে ১ টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড পিস্তল অ্যামোনিশন, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি অবৈধ মোটরসাইকেল এবং অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেফতার করে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করুন।