
মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৩.০১.২০২৬ খ্রি. তারিখে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর উদ্যোগে বগুড়া জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নিম্নোক্ত কার্যাদি সম্পাদনা করা হয়েছে:
১। এ বি ব্রিকস; চাঁচাইতারা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লাইসেন্স সিএম লাইসেন্স নবায়নের আবেদন নেওয়া হয়।
২। এল জে কে ব্রিকস-১; বেতগাড়ী, সুজানগর, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়।
৩। এল জে কে ব্রিকস-২; চাঁচাইতারা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লাইসেন্স হালনাগাদ পাওয়া যায়।
৪। পি আর বি ব্রিকস; চাঁচাইতারা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির ইট পরিমাপ করে সঠিক পাওয়া যায়।
৫। এম এন বি ব্রিকস; চাঁচাইতারা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বকেয়া বিল পরিশোধের তাগাদা প্রদান করা হয়।
৬। এ আর এন ব্রিকস; চাঁচাইতারা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লাইসেন্স হালনাগাদ পাওয়া যায়।
৭। এ এস এস ব্রিকস; খোট্টাপাড়া, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লাইসেন্স সিএম লাইসেন্স গ্রহণের আবেদন নেওয়া হয়।
৮। আর এইচ বি ব্রিকস; চাঁচাইতারা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লাইসেন্স হালনাগাদ পাওয়া যায়।
৯। এস টি বি ব্রিকস; চাঁচাইতারা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস এর লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান করা হয়।
১০। এন এস বি ব্রিকস; খোট্টাপাড়া, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লাইসেন্স হালনাগাদ পাওয়া যায়।
১১। আরিফ ব্রিকস ফিল্ড, কাজিপাড়া, মাদরা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লাইসেন্স সিএম লাইসেন্স গ্রহণের আবেদন নেওয়া হয়।
১২। নিউ এস বি ব্রিকস; চাঁচাইতারা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লাইসেন্স হালনাগাদ পাওয়া যায়।
১৩। এন এইচ বি ব্রিকস; লক্ষীকোলা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বকেয়া বিল পরিশোধের তাগাদা প্রদান করা হয়।
১৪। এম এইচ ব্রিকস; লক্ষীকোলা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস এর লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান করা হয়।
১৫। আর, এস, বি, ব্রিকস; লক্ষীকোলা, মাদলা, শাজাহানপুর, বগুড়া এর ক্লে ব্রিকস এর লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয়।
জনাব মোঃ দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই আঞ্চলিক অফিস, নওগাঁ এর নেতৃত্বে উক্ত সার্ভিল্যান্সে অংশগ্রহণ করেন মোঃ সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই আঞ্চলিক অফিস, বগুড়া।