আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহার পৌর শ্রমিক দলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন শ্রমিক সংগঠনের কমিটি গঠন উপলক্ষে সান্তাহার পৌর শ্রমিক দলের উদ্যোগে শনিবার সন্ধ্যা শহরের পোঁওতা রেলগেট শ্রমিক নেতা আফতাব হোসেন ছোট্টুর সভাপতিত্বে রেল শ্রমিক ও কর্মচারী দলের সহ-সভাপতি সাইদুল ইসলামের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জুয়েল, সান্তাহার পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন সান্তাহার শাখার সভাপতি শামসুদ্দিন শেখ গোলটু,সান্তাহার অটোটেম্পু ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সান্তাহার ট্রাক চালক সমিতির সহ-সভাপতি শ্রমিকদের নেতা মোহাম্মদ আলী,মালগুদাম শ্রমিক ইউনিয়ন নেতা তাছির সহ সান্তাহার শহরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #