
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
[07 January 2026]
আজ কয়রা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা।
উক্ত অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাদক, অস্ত্র, ইভিটিজিং, বনদস্য ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত এবং আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য করে তুলতে জেলা পুলিশ খুলনার সকল কার্যক্রম চলমান রয়েছে বলে আশা ব্যক্ত করেন।
সভা শেষে তিনি থানায় কর্মরত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; জনাব মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার, ডি-সার্কেল; জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিপিএম, পিপিএম, অফিসার ইনচার্জ কয়রা থানা সহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ও সুধীবৃন্দ।