মনা যশোর প্রতিনিধিঃ
এসআই(নিঃ)/ অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ)/মোঃ শামসুজ্জামান সঙ্গীয়-ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গত ইং- ২৯/০৮/২০২৫খ্রিঃ তারিখ রাত্র ২৩.২০ ঘটিকায় সময় যশোর জেলার কোতয়ালী থানাধীন মনিহার সিনেমা হলের সামনে হতে সোহাগ পরিবহন কাউন্টার হতে নগদ টাকা চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ সোয়াইব শেখ (২০) এবং মো: হৃদয় চৌধুরী (২০)দ্বয়কে গ্রেফতার করেন।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা উল্লেখিত ঘটনায় জড়িত আছে মর্মে স্বীকার করে এবং ঘটনার সময় ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভার এবং লোহার হাতুড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় উল্লেখিত সোহাগ পরিবহনের কাউন্টার হতে নগদ টাকা চুরির মামলার ঘটনা সংক্রান্তে বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদাণ করে।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ সোয়াইব শেখ (২০)
পিতা-মোঃ মুক্তার শেখ
মাতা-মোসাম্মৎ শম্পা বেগম
সাং-মসিয়াপাড়া (প্রাইমারি স্কুল সংলগ্ন)
থানা-লোহাগড়া
জেলা-নড়াইল
২। মো: হৃদয় চৌধুরী (২০)
পিতা-মৃত মো: হাশেম চৌধুরী
মাতা- বিলকিস বেগম
সাং-ইতনা পূর্ব পাড়া (এমপি বাকেরের বাড়ি সংলগ্ন)
থানা-লোহাগড়া
জেলা-নড়াইল।