মনা যশোর প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞা এর নেতৃত্বে ইং ০৩/০৮/২০২৫খ্রিঃ তারিখ আইনশৃঙ্খলা রক্ষা, দুস্কৃতিকারী, চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও সম্ভাব্য নাশকতাকারীদের গ্রেফতারের কাজীপাড়া, কাঠালতলা, শংকরপুর, ষষ্ঠিতলা সহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনাকালে রাত্র ০৩.৩০ ঘটিকায় এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কোতয়ালী থানাধীন ষষ্ঠিতলা সাকিনস্থ পিটিআই স্কুলের সামনে জনৈক ডাঃ আব্দুর রউফ এর নির্মানাধীন বিল্ডিংয়ে চাঁদা দাবি করার ঘটনায় ষষ্ঠিতলা সাকিনস্থ চিহ্নিত সন্ত্রাসী হৃদয় গ্রুপের ০৪(চার) সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে ইং ০৩/০৮/২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ
১। মোঃ হৃদয় ইসলাম (১৯)
পিতা- মৃত হাফিজুল ইসলাম ওরফে মরা
সাং- ষষ্ঠীতলা (রেল স্টেশন)
থানা-কোতয়ালী
জেলা-যশোর।
২। মনিরুল ইসলাম সাগর (২১)
পিতা- জাহাঙ্গীর আলম
সাং- ষষ্ঠী তলা
থানা-কোতয়ালী
জেলা-যশোর।
৩। শেখ সিফাত হোসেন (২০)
পিতা- শেখ টুটুল
সাং- ষষ্ঠী তল
থানা-কোতয়ালী
জেলা-যশোর।
৪। মোঃ ইরফান হোসেন@রাজ (১৪)
পিতা- জয়নাল
সাং- ষষ্ঠীতলা (এন এন বেগমের বাড়ির ভাড়াটিয়া)
থানা-কোতয়ালী
জেলা-যশোর।