ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে পালিত হচ্ছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রাণীশংকৈল শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ১ মে সকাল ১০ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলার মোট ২২ টি বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের যৌথ অংশগ্রহণে র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজে মাঠে গিয়ে শেষ হয়। পরে ওই মাঠেই ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের উপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, ,জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক, ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী,সাবেক সভাপতি মোবারক আলীসহ উপজেলার ২২ টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ বক্তব্য রাখেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের পৌর আমির মাওলানা আব্দুল মাতিন বিশ্বাস
বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান বকুল মজুমদার, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, যুবদল নেতা ইসাহাক আলী, সাবেক ছাত্রদলের সভাপতি ও যুবদলের সদস্য মুক্তারুল ইসলাম মুক্তার, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ ।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।