1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দাড়ি-গোঁফ থাকায় অসুরের মুখ কাপড়ে ঢাকা, কুষ্টিয়া-নাটোরে প্রশাসনের ‘নির্দেশনা’ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর রাজবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান ডিবি যশোরের অভিযানে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক কক্সবাজারে বিএসটিআই ও জেলা প্রশাসন, কক্সবাজার এর সমন্বয়ে একটি মোবাইল কোর্টের অভিযান ২টি প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদকসেবী আটক সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ অভিযান: অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য সহ অপরাধী গ্রেফতার রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের যশোর ৮৫ শার্শা-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন মফিকুল হাসান তৃপ্তি রাণীশংকৈলে উত্থান একাদশী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

দাড়ি-গোঁফ থাকায় অসুরের মুখ কাপড়ে ঢাকা, কুষ্টিয়া-নাটোরে প্রশাসনের ‘নির্দেশনা’

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

শারদীয় দুর্গাপূজার ঠিক আগ মুহূর্তে কুষ্টিয়া ও নাটোর জেলার বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমার অসুরের মুখ কাপড় ও গামছা দিয়ে ঢেকে দেওয়ার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। প্রতিমায় অসুরের মুখে দাড়ি ও গোঁফ থাকায় ‘স্পর্শকাতর পরিস্থিতি’ এড়াতে এবং ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ বজায় রাখার কারণ দেখিয়ে স্থানীয় প্রশাসন এই নির্দেশনা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, কুষ্টিয়া জেলার ৩৮টি পূজা মণ্ডপ এবং নাটোর জেলার বেশ কয়েকটি মণ্ডপে এই ঘটনা ঘটেছে। পূজা উদযাপন কমিটির সদস্যরা জানিয়েছেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের মৌখিকভাবে এই নির্দেশনা দেওয়া হয়। এরপরই তারা প্রতিমার অসুরের মুখমণ্ডল ঢেকে দিতে বাধ্য হন।

কুষ্টিয়ার একটি পূজা মণ্ডপের আয়োজক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা প্রতি বছর ঐতিহ্য মেনেই প্রতিমা তৈরি করি। অসুরের ferocious (ভয়ংকর) রূপ ফুটিয়ে তুলতে দাড়ি-গোঁফ ব্যবহার করাটা শিল্পীর স্বাধীনতার অংশ। এটি কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে ইঙ্গিত করে তৈরি করা হয়নি। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা এসে বললেন, এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এবং অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই আমাদের মুখ ঢেকে দিতে বলা হয়েছে।”

এই ঘটনায় প্রতিমা শিল্পী ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিল্পী মনে করছেন, এটি তাদের শিল্পকর্মের ওপর এক ধরনের হস্তক্ষেপ। একজন প্রতিমা শিল্পী বলেন, “পুরাণ মতে অসুরকে শক্তিশালী এবং ভয়ংকর হিসেবে দেখানো হয়। সেই রূপ ফুটিয়ে তুলতেই আমরা দাড়ি-গোঁফ বা বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করি। এর সাথে বাস্তব কোনো গোষ্ঠীর সম্পর্ক খোঁজাটা দুঃখজনক।”

অন্যদিকে, অনেক পূজা কমিটির সদস্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তারা বলছেন, উৎসবের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা হোক, তা তারা চান না। তাই ও সম্প্রীতি রক্ষায় এইটুকু ছাড় দিতে তারা রাজি।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা জানান, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং কোনো ধরনের উস্কানিমূলক পরিস্থিতি যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাই, সবাই মিলে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করুক।”

একই ধরনের ঘটনা ঘটেছে নাটোরের বিভিন্ন মণ্ডপেও। সেখানেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একই কারণ দেখিয়ে অসুরের মুখ ঢাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই একে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় হস্তক্ষেপ বলে মনে করছেন, আবার কেউ কেউ শান্তি রক্ষার জন্য প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। সব মিলিয়ে, পূজার আনন্দঘন পরিবেশে এই ঘটনা এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট