মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ৫ আগস্ট, ২০২৫ খ্রি. (মঙ্গলবার) নারায়ণগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “জুলাই শহীদ দিবস”। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন।
অতঃপর শহীদদের স্মরণে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ০১ মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শহীদ ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।