1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নির্বাচন ঘিরে যশোর বেনাপোলে ৪৯,বিজিবি'র সংবাদ সন্মেলন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (০৯ জানুয়ারি ২০২৬ থেকে ১৫ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৩২৫ নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার: গ্রেফতার ৪ নির্বাচন ঘিরে যশোর বেনাপোলে ৪৯,বিজিবি’র সংবাদ সন্মেলন চাঁদা না দেওয়াই শার্শার জিরনগাছা গ্রামের নতুন ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলার অভিযোগ বগুড়া আদমদীঘিতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ বান্দরবান জেলার সদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান ২টি প্রতিষ্ঠানকে জরিমানা সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি গ্রেফতার বগুড়া শেরপুরে সড়কে গাছ ফেলে অটো রিক্সা ছিনতাই রাজধানী রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ শ্রেষ্ট হলেন যারা

নির্বাচন ঘিরে যশোর বেনাপোলে ৪৯,বিজিবি’র সংবাদ সন্মেলন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেনাপোলে দক্ষিন-পশ্চিম রিজিয়নাধীন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে.কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী,এসপিপি,পিবিজিএম,পিএসসি সংবাদ সন্মেলন করেন।

​নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বেনাপোল সহ শার্শা সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদকের চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল বিজিবি ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিও এসব কথা বলেন।

​সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সীমান্তবর্তী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র টহল কার্যক্রম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ,নড়াইল এবং যশোর ৩টি জেলার ১১টি সংসদীয় এলাকায় গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে ভোট কেন্দ্র রেকি করতঃ দায়িত্ব পালণ করবে। এর জন্য ৩টি জেলা ঘিরে সর্বমোট ২৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। ইতোমধ্যেই স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দিনরাত পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়াও কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা সীমান্তের ওপার থেকে আসা কোনো অপশক্তি যাতে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচার রোধে বিজিবি নিয়মিত তল্লাশি ও ব্লক রেইড পরিচালনা করছে।

​বিজিবি অধিনায়ক দৃড়ভাবে বিশ্বাস করেন,বিজিবি’র পক্ষে একা এই চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করা কস্টকর। এজন্য আমাদের প্রয়োজন স্থানীয় প্রশাসন,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,সাংবাদিক সমাজ,পরিবেশ কর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশ গ্রহণ।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমরা আশা করি, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব প্রতিরোধ করবেন এবং সীমান্তে কোনো প্রকার অস্বাভাবিক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত বিজিবি-কে অবহিত করবেন”।

​শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ​অধিনায়ক আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি সীমান্ত এলাকায় সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে সীমান্তের দুর্গম এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে যাতে সাধারণ মানুষ কোনো প্রকার ভয়ভীতির মুখে না পড়ে।

বিঃ দ্রঃ- গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে তফসিল ঘোষণার পর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি সম্পন্ন করা হয়েছে এবং আগামী ২৯ জানুয়ারি ২০২৬ হতে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন সম্পন্ন করা হবে।

এ ছাড়াও ২০২৫ ইং সনে ৪৯,বিজিবি কর্তৃক ৩৭৭ কোটি টাকার মাদকদ্রব্য এবং বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালান সামগ্রী উদ্ধার ও আসামী গ্রেফতার সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

​সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ,বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুর রহমান সহ বিজিবি’র পদস্থ কর্মকর্তা এবং বেনাপোলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট