আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় বগুড়ায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের মোট ৬০ জন প্রতিযোগী অংশ নেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।