1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Mubinul Islam : Mubinul Islam
বগুড়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা  - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইপিজেডের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের। যশোর বেনাপোল মহান মে দিবস উপলক্ষে বন্দরে শ্রমিকদের সংগঠন ৮৯১ ও ৯২৫-এর যৌথ উদ্যোগে একটি বিশাল শ্রমিক র‍্যালি ও আলোচনা  যশোর বেনাপোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন নানা আয়োজনে মহান মে দিবস পালিত রায়পুরায় মহন মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ এ ভূষিত বেনাপোল-যশোর সড়কের শর্তবষী ঝুঁকিপূর্ণ কাজ ও ডালপালা কাঁটা নির্দেশ দিয়েছে জেলা পরিষদ বগুড়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা  ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে শ্রমিক ঐক্যের আয়োজনে আন্তর্জাতিক ১মে দিবস পালিত। ডিমলায় আন্তর্জাতিক পহেলা মে দিবস পালিত  মহান মে দিবসে সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

বগুড়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা 

আতিকুর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

 

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:

বগুড়ায় সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে প্রকাশ্যে তাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দূর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় হামলার শিকার হন সাংবাদিক নজরুল ইসলাম দয়া। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক পত্রিকায় কর্মরত এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব।প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পর্যায়ে কর্মরত এই সাংবাদিক প্রতিদিনের মতো পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের পশ্চিমপাশে একটি রুটির দোকানে বসেন। এসময় ৮-৯ জন দূর্বৃত্ত এসে কোনোকিছু বুঝে ওঠার আগেই সাংবাদিককে টেনেহিঁচড়ে সড়কের পাশে নিয়ে যায়। লাঠি, গাছের ডাল এবং লোহার পাইপ দিয়ে প্রায় আধাঘন্টা ধরে এলোপাতাড়ি মারধর করে। কোনো একটি সংবাদ প্রকাশের কথা বলছিল হামলাকারীরা। সাংবাদিকের বাম হাত ভেঙে দিয়ে মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে তারা চলে যায়।

নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় দুটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামী ছিলেন সাংবাদিক নজরুল। থানার মধ্যেও তার ওপর হামলা হয়েছিল। তিনি একযুগ ধরে নির্যাতনের শিকার। উপজেলা প্রশাসনও তাকে নিষিদ্ধ করেছিল। মব সৃষ্টি করে একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেসক্লাব এবং সাংবাদিক নেতারা প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন। এদিকে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর হামলার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সাংবাদিক সংগঠনের পক্ষে মাকসুদ আলম হাওলাদারসহ গণমাধ্যম কর্মীরা হাসপাতালে অবস্থান নেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. নুরুজ্জামান চৌধুরী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূর্বৃত্তরা যেই হোক, আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট