
আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া-রংপুর মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বগুড়ার বনানী গোলচত্বরে শেরপুর হাইওয়ে থানা এ সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার মোঃ শহিদ উল্ল্যাহ। হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনবকুন্দার হাইওয়ে থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন, শাজাহানপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোমিন উদ দৌলা সমাজী, হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,শাজাহানপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা সগীর আহমেদ মজুমদারসহ আমন্ত্রিত আরও অনেকে। বক্তারা মহাসড়কে দুর্ঘটনা রোধ, সচেতনতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা তৈরিতে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর হাইওয়ে থানার ওসি মোঃ রইছ উদ্দিন।