মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের স্মৃতিবাহী মহান মে দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে বৃহস্পতিবার (১ মে) ১৩৯তম আন্তর্জাতিক মে দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে শ্রমিক সংগঠন ৮৯১ ও ৯২৫-এর যৌথ উদ্যোগে একটি বিশাল শ্রমিক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দরের ৩নং গেটসংলগ্ন শ্রমিক অফিস প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বন্দর এলাকা, পৌর বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রমিক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে হাজারো শ্রমিক অংশ নেন, যারা স্থানীয় কলকারখানা ও বন্দরে কর্মরত রয়েছেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন-৮৯১-এর সভাপতি মো. মাকসুদুর রহমান রিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।
বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. নাসিমুল গনি বল্টু, মো. মোস্তাফিজ্জোহা সেলিম, মো. আক্তারুজ্জামান আক্তার, মো. শহিদুল ইসলাম শহিদ, মো. আমিরুল হক, মো. শরিফুল ইসলাম চয়ন, মো. আরিফুল ইসলাম আরিফ, ইশতিয়াক আহম্মেদ শাওন, মো. মোহাইমিনুল সাগর, রায়হানুজ্জামান দিপু, ডা. ইদ্রিস আলী, তবিবুর রহমান তবি এবং আরও অনেকে।
সভায় মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ বিষয়ে আলোচনা হয়। বক্তারা জানান, বর্তমান সময়ের তুলনায় আগের সরকার আমলে শ্রমিকরা নানা নির্যাতনের শিকার হতো, কম মজুরি পেত। তবে বর্তমানে ৮৯১ ও ৯২৫ নম্বর ইউনিয়নের নেতৃত্বে শ্রমিকদের বেতন বেড়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।
বক্তারা আরও বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। শ্রমিক ছাঁটাই বা চাকরিচ্যুতি যেন নিয়ম বহির্ভূতভাবে না হয় সে বিষয়ে নজরদারি প্রয়োজন ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।
এ বছরের মে দিবসে ঘোষিত প্রতিপাদ্য ছিল— শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে, যা পরিবর্তনের প্রত্যাশায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান হিসেবে শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।