

আজ বুধবার বিকালে মাদারীপুর জেলার রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক আংশিক অবরোধ করে গনমিছিল করেন স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তারা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিমেল আল ইমরানকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবি জানান। গণ-মিছিলটি রাজৈর সানের পাড় থেকে শুরু হয়ে রাজৈর বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা বক্তব্য দিয়ে রাজৈর বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত নেতারা জানান, হিমেল আল ইমরান দীর্ঘদিন ধরে দল ও ছাত্র রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তরুণ প্রজন্ম সহ মাদারীপুর বিএনপির প্রতিনিধিত্ব করতে তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী। এসময় বক্তরা আরো বলেন গত আওয়ামিলীগের শাসনামলে মাদারীপুরের সবচেয়ে বেশি নির্যাতিত বার বার কারাবরণকারী ও রিমান্ড ভোগকারী হিমেল আল ইমরান ভাই। তার হাতেই বিএনপির নমিনেশন মানায়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন নিয়ে তৎপরতা বেড়েছে।