
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: জামাল উদ্দিন খান এর নেতৃত্বে এসআই(নিঃ) মো: কামাল হোসাইন তার সঙ্গীয় অফিসারের সহায়তায় ইং ০৯/০১/২৬ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবার পাড়স্থ কড়ই গাছ তলা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ০৩ টি কাঠের বাট যুক্ত ধারালো ছোরা, ০১টি স্টিলের তৈরি চাপাতি, ০১ টি কাটের বাট যুক্ত ধারালো দা উদ্ধার করেন এবং আসামী ০১। মোঃ ইউনুছ (৩০), পিতা-মাকসুদুর রহমান, মাতা-আয়েশা বেগম প্রকাশ আছমা বেগম, সাং-বাশুলংকা, হাসানপুর, ১১ নং ওয়ার্ড, আকমত আলী বেপাড়ী বাড়ী, মোকারা ইউপি, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা
বর্তমানে-ইসপাহানী, সি গ্রেড গোলপাহাড়, ইসমাইলের কলোনী, থানা-আকবর শাহ্, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ সেলিম (৩৪), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-ইকবালের বাড়ী (কবুতর বিক্রেতা), কদমতলী মোড় (রওশন মসজিদ গলি), থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ বাবুইয়া (৩২), পিতা-
মমতাজ মিয়া, মাতা-শামসুন্নাহার, সাং-খিল বাইছা (মিস্ত্রী বাড়ী), থানা-লক্ষ্মীপুর সদর, জেলা-
লক্ষ্মীপুর, বর্তমান-বিশ্ব কলোনী, সেভেন মার্কেট, বি-ব্লক, লোকমান এর টিনসেড ভাড়াঘর, থানা-
আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, ০৪। মোঃ জীবন (২৬), পিতা- মোঃ ইউনুছ প্রঃ বার্মা ইউনুছ, মাতা- সাজু বেগম, সাং-কাদের কমিশনার গলি, জালাল ও আমির আহমেদ সওদাগরের বাড়ী, মোগলটুলী বাজার, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ ওসমান আলী (২৯), পিতা-মোঃ হাসান মিয়া, মাতা-মোসাঃ দিলোয়ারা বেগম, সাং-খোসকো সেন্টার, মোহসেন আউলিয়া, হাম্মুরো বাড়ি, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন।
উক্ত আসামীদেরকে ডবলমুরিং মডেল থানার মামলা নং-০৪, তারিখ-১০/০১/২০২৬ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ মুলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।