
মনা নিজস্ব প্রতিনিধিঃ
মহানগর ডিবি (পশ্চিম) এর একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মজিবুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সিএমপি’র কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার ইউনুছ মার্কেট সংলগ্ন মায়ের দোয়া ভাতঘর এর সামনে পাকা রাস্তার উপর হতে ০৬/০১/২০২৬ ইং তারিখ ধৃত আসামি ১। জাহেদুল ইসলাম চৌধুরী (৩৫), ও ২। জাগির হোসেন (২৮) দ্বয়ের হেফাজত হতে ২৪০০ (দুই হাজার চারশত) পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাঝারী কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো ড-১১-৩৮৬৫ উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে। উক্ত মাদক কক্সবাজার জেলা হতে সংগ্রহ করে কাভার্ড ভ্যানের গায়ে বিশেষ কায়দায় চেম্বার তৈরি করে লুকিয়ে পরিবহন করতো মর্মে আসামীদ্বয় স্বীকার করে। অত্র বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(খ)/৩৮/৪১ ধারার মামলা রুজু প্রক্রিয়াধীন।