মো: পারভেজ সেখ
ক্যাম্পাস প্রতিনিধি,বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) ১১১তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। কেউ এ ধরনের কার্যকলাপে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা ১১১তম সিন্ডিকেট সভায় অনুমোদন লাভ করে।
নির্দেশনায় বলা হয়, ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলের সিট বাণিজ্য এবং সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করার পরেও কেউ যদি উক্ত কর্মকাণ্ড পরিচালনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কারের প্রক্রিয়া গ্রহণ করা হবে। এছাড়া ক্যাম্পাসের কোন শিক্ষার্থী যদি বহিরাগত, পুলিশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী দ্বারা কোনভাবে আক্রান্ত হয়ে থাকে; তবে এক্ষেত্রে শৃঙ্খলা বোর্ড আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদানের সুপারিশ করবেন। এই সিদ্ধান্ত দুটি পরীক্ষায় অসদুপায় ও শৃঙ্খলা বিধিমালা-২০১৮ (সংশোধিত ২০২৪) তে ৩ (ঘ) ও ৩ (vi) উপ-বিধিতে সংযুক্ত করার সুপারিশ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিষ্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ গণমাধ্যমকে জানান, ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও প্রয়োজনে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।