মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভাব গাম্ভীর্য্যের সহিত নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ডালিয়া নতুন বাজারে আন্তর্জাতিক পহেলা মে দিবস পালিত হয়েছে।
নতুন বাজার ত্রিশ চুয়াত্তর ট্রাক্টটর শ্রমিক ইউনিয়ন ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে, ডালিয়া নতুন বাজার থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে ডালিয়া ১ নং বাজারে গিয়ে জিরো পয়েন্ট মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।
এতে বক্তব্য দেন
সামছুল ইসলাম সভাপতি খালিশা চাপানি ইউনিয়ন শাখা শ্রমিক দল ও ত্রিশ চুয়াত্তর সভাপতি, ট্রাকটর শ্রমিক ইউনিয়ন ডালিয়া শাখা।সাইফুল ইসলাম সভাপতি দুইশত বিশ, বাস ও মিনিমাস শ্রমিক ইউনিয়ন ডালিয়া শাখা ও খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপি। । ,ওবায়দুর রহমান সভাপতি কৃষক দল খালিশা চাপানী ইউনিয়ন শাখা। রমজান আলী ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সিবিএ।সুরুজ্জামান সিনিয়র সহসভাপতি শ্রমিক দল খালিশা চাপানী ইউনিয়ন শাখা সহ আরও অনেকে।
এ সময় বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে মালিক পক্ষকে হুশিয়ার করে বলেন শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে অর্থনৈতিক চাকা নির্ভর করে শ্রমিকের উপরে।।শ্রমিকগণ আমাদের ভাই তারা কোন অবহেলার পাত্র নয়। শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আয়োজনে শ্রমিক দল খালিশা চাপানী ইউনিয়ন শাখা ডিমলা নীলফামারী।