1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল মহান মে দিবস উপলক্ষে বন্দরে শ্রমিকদের সংগঠন ৮৯১ ও ৯২৫-এর যৌথ উদ্যোগে একটি বিশাল শ্রমিক র‍্যালি ও আলোচনা  - নব দিগন্ত ২৪
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় জোরপূর্বক ধান কেটে নিয়ে গেল প্রতিপক্ষ ডিবি যশোর কর্তৃক বিশেষ অভিযানে কেশবপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল সাতক্ষীরার শ্যামনগর থেকে উদ্ধার, সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীরত প্রয়াত কর্পোরাল রিপেন চাকমার সামরিক মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এ বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেকঅনুষ্ঠান-২০২৫ ধানের শীর্ষকে বিজয় করতে শার্শা বাগআঁচড়ায় প্রবীন ভোটারদের সাথে মতবিনিময় সভায় বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটক-০৩ বগুড়ার নতুন ডিসি তৌফিকুর রহমান অস্ত্রসহ চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে গণপিটুনি, সেনা হেফাজতে পুলিশে সোপর্দ বগুড়া আদমদীঘিতে ছাত্রীকে দ্বিতীয় দফায় অপহরণ কালে আটক এক নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), সাতক্ষীরায় যোগদান করায় পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়ের ফুলেল শুভেচ্ছা

যশোর বেনাপোল মহান মে দিবস উপলক্ষে বন্দরে শ্রমিকদের সংগঠন ৮৯১ ও ৯২৫-এর যৌথ উদ্যোগে একটি বিশাল শ্রমিক র‍্যালি ও আলোচনা 

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ

বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের স্মৃতিবাহী মহান মে দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে বৃহস্পতিবার (১ মে) ১৩৯তম আন্তর্জাতিক মে দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে শ্রমিক সংগঠন ৮৯১ ও ৯২৫-এর যৌথ উদ্যোগে একটি বিশাল শ্রমিক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দরের ৩নং গেটসংলগ্ন শ্রমিক অফিস প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে বন্দর এলাকা, পৌর বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রমিক কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে হাজারো শ্রমিক অংশ নেন, যারা স্থানীয় কলকারখানা ও বন্দরে কর্মরত রয়েছেন।

 

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন-৮৯১-এর সভাপতি মো. মাকসুদুর রহমান রিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।

 

বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. নাসিমুল গনি বল্টু, মো. মোস্তাফিজ্জোহা সেলিম, মো. আক্তারুজ্জামান আক্তার, মো. শহিদুল ইসলাম শহিদ, মো. আমিরুল হক, মো. শরিফুল ইসলাম চয়ন, মো. আরিফুল ইসলাম আরিফ, ইশতিয়াক আহম্মেদ শাওন, মো. মোহাইমিনুল সাগর, রায়হানুজ্জামান দিপু, ডা. ইদ্রিস আলী, তবিবুর রহমান তবি এবং আরও অনেকে।

 

সভায় মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ বিষয়ে আলোচনা হয়। বক্তারা জানান, বর্তমান সময়ের তুলনায় আগের সরকার আমলে শ্রমিকরা নানা নির্যাতনের শিকার হতো, কম মজুরি পেত। তবে বর্তমানে ৮৯১ ও ৯২৫ নম্বর ইউনিয়নের নেতৃত্বে শ্রমিকদের বেতন বেড়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।

 

বক্তারা আরও বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। শ্রমিক ছাঁটাই বা চাকরিচ্যুতি যেন নিয়ম বহির্ভূতভাবে না হয় সে বিষয়ে নজরদারি প্রয়োজন ।

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।

 

এ বছরের মে দিবসে ঘোষিত প্রতিপাদ্য ছিল— শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে, যা পরিবর্তনের প্রত্যাশায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান হিসেবে শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট